স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের আয়োজনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মোস্তাক আহমেদ উপস্থিত থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণ করেন। বিতরণ কালে তিনি বলেন, আজকের যারা শিশু তারাই আগামী দিনের ভবিষ্যৎ। ভালো পড়ালেখা করলে ভালো ফল পাওয়া যায়। তোমাদেরকে ভালোভাবে পড়ালেখা করতে হবে। ভালোভাবে পড়ালেখা (২পাতায় ১কলামে)
করে তোমাদেরকে উচ্চ জায়গায় অধিষ্ঠিত হতে হবে। সৎ ও বিনয়ী মনোভাব থাকতে হবে। পিতা মাতা ও শিক্ষকের নির্দেশমতো চলতে হবে। পড়াশোনায় মনোযোগী হতে হবে। শ্রেণিকক্ষে পাঠদানে কোন প্রকার অমনোযোগী হওয়া যাবে না। মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি জীবনের সব ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করে চলে। তারা সমস্যায় পড়লে শিক্ষক সহপাঠী ও গৃহশিক্ষকের কোন প্রশ্ন করতে সংকোচবোধ করে না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল খায়ের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মতিউর রহমান, সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল, মোস্তফা খাইরুল আবরার প্রমূখ। এছাড়া স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক গাজী মমিন উদ্দিন।