স্টাফ রিপোর্টার ঃ স্বরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি অন্যতম ধর্মীয় উৎসব। বিদ্যা ও জ্ঞানের অধিধাত্র দেবী স্বরস্বতী দেবীর চরনে পূষ্পার্ঘ্য অর্পন করে আর্শীবাদ কামনা করেন অগনিত ভক্ত। বিদ্যার দেবী সরস্বতী এবার মাঘ মাসে না হয়ে বসন্তের প্রথম দিনে ফাল্গুনে হচ্ছে। শুক্লা পঞ্চমীতে শ্বেতশুভ্র কল্যানময়ী বিদ্যাদেবীর আবাহন হয়। দেবীর এক হাতে বীনা অন্য হাতে বই দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক বানী ও সুরের অধিধাত্রী সরস্বতী পূজার সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই তাদের কোমলমতি শিশুদের হাতে খড়ি দিয়ে থাকেন। সরস্বতী পূজা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির এমনকি বাসা বাড়িতে এ সাড়ম্বরে পালিত হয়। সারা দেশের ন্যায় সাতক্ষীরা সরকারি কলেজে স্বরসতী পূজা উদযাপিত হয়েছে। গতকাল সকালে কলেজ চত্বরে অস্থায়ী মন্ডপে দেবী সরস্বতীকে স্থাপন করে। বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীরা দরে দলে বিদ্যার দেবী সরস্বতী অঞ্জলি প্রদান পূর্বক নিজেকে পূর্ণ জ্ঞানী হিসাবে গড়ে তুলতে প্রার্থনা করেন। এখানে ঢাক-ঢোল-কাসার আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠে কলেজ চত্ত্বর সহ পাশ্ববর্তী এলাকা। সমাজে অজ্ঞতার অন্ধকর দুর করতে মূলত স্বরস্বতী প্রতিবছর আগাম করেন। স্বরস্বতীকে শ্রদ্ধা আর ভাল বাসায় পালন করেন শিক্ষার্থীরা। পরে সকলে এক সাথে প্রসাদ গ্রহনে মিলিত হয়। সরকারী কলেজে স্বরস্বতী পূজায় উপস্থিত ছিরেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আমান উল্লাহ আল হাদী, উপাধ্যক্ষ প্রফেসর আল মুস্তানছির বিল্ল্যাহ, অন্যান্যদের মধ্যে প্রফেসর বলাই চন্দ্র ঘোষ, প্রফেসর মহাদেব চন্দ্র সিংহ, পবিত্র কুমার, মহিতোষ নন্দি, অরুণ কুমার সহ সকল সনাতন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।