স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২ টায় কলেজ হলরুমে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. মশিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চীপ ইন্সট্রাক্টর ধর্মদাশ, ইন্সট্রাক্টর (গণিত) মো. মাহবুবুর রহমান চীপ ইন্সট্রাক্টর রঞ্জন সরকার, ইন্সট্রাক্টর (ইরেজী) মো. আনিছুর রহমান, ইন্সট্রাক্টর (রসায়ন) মো. আবুল কালাম আজাদ, ইন্সট্রাক্টর রুদ্র চৌধুরি, চীপ ইন্সট্রাক্টর (আরএসসি) মো. আব্দুল আলিম, ইন্সট্রাক্টর আসাদুজ্জামান, প্রমূখ। এসময় কলেজের লাইব্রেরিয়ান মো. আলাউল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইন্সট্রাক্টর মো. আবুল কালাম আজাদ।