স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বার্ষিক প্রীতিভোজ—২০২৫ উপলক্ষে রাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ে প্রীতিভোজকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরে জমায়েত হয়। বেলা বাড়ার সাথে সাথে বিদ্যালয় সকল শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। বাহারি পোশাকে সেজে শিক্ষার্থীরা বিদ্যালয়ে চত্বরে একে অপরের সাথে গল্পে মেতে ওঠে। দূর দুরান্ত থেকে অনেকে ছুটে আসে বিদ্যালয়ে সহপাঠীদের সাক্ষাতের আশায়। সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। প্রীতিভোজে অংশগ্রহণকারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আনিছুর রহমান। বিদ্যালয়ের আয়োজনে প্রীতিভোজে অংশ নেন সিভিল সার্জন ডা: আব্দুস ছালাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা: ফরহাদ জামিল, সদর থানার ওসি মোঃ শামীমুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র প্রমুখ। প্রীতিভোজের পরে বিকালে রাফেল ড্র অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। খেলায় প্রথম স্থান অধিকারীকে একটি ল্যাপটপ, দ্বিতীয় স্থান অধিকারীকে একটি বাইসাইকেল, তৃতীয় স্থান অধিকারীকে একটি ডিনার সেট, চতুর্থ স্থান অধিকারীকে একটি শাড়ি সহ সহ মোট ৮০ টি পুরস্কার প্রদান করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আনিছুর রহমান প্রত্যাশা করেন বিদ্যালয়ের প্রীতিভোজ ও রাফেল ড্র কে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মৈত্রীর বন্ধন তৈরি হলে তারা দেশ জাতি ও সমাজের জন্য কাজ করতে পারবেন।