স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে পূজা মন্ডবের ভিড় জমাতে থাকেন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীসহ নানা শ্রেণি—পেশার মানুষ। জ্ঞান লাভের আশায় মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন শিক্ষার্থীরা। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা। পূজা চলাকালীন উলু ও শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে স্কুলের পূজামণ্ডপ। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, বিদ্যালয়ের সরস্বতী পূজা উদযাপন কমিটির আহবায়ক দীপাসিন্ধু তরফদার, সিনিয়র শিক্ষক বিবেকানন্দ কবিরাজ, সিনিয়র শিক্ষক হারাধন কুমার আইস, সহকারী শিক্ষক তুষার কান্তি দাস, পল্লব মন্ডল, সৌমিত্র কুমার মন্ডল, নিলিমা ঘোষ, শিউলি দাস প্রমূখ। পরে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঅঙ্কন, গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। জাতি ধর্ম নির্বিশেষে স্কুলের সকল শিক্ষক—শিক্ষার্থী ভেদাভেদ ভুলে এই আনন্দ আয়োজনে সামিল হয়েছে।