স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। গতকাল বেলা ১১ টায় মহিলা কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বাসুদেব বসু বলেন, ‘বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ব্যবস্থায় ক্যাডার এবং বেসরকারি শিক্ষকদের ভিন্ন ভিন্ন দাবী রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এসব দাবী সমূহ বাস্তবায়নে শিক্ষকদের পক্ষ দাবী জানানো হচ্ছে। গুরুত্বপূর্ণ দাবীগুলো বাস্তবায়ন হলে তাহলে শিক্ষকরাই জাতি গঠনের অগ্রনী ভূমিকা রাখতে পারবে। সভায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, শিক্ষক পর্ষদ সম্পাদক মো. আজিজুর রহমান, মো. শফিকুর রহমান, আয়েশা ছিদ্দিকা, মোস্তাফিজুর রহমান প্রমুখ। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মো. রোকনুজ্জামান।