মীর আবু বকর \ সরস্বতী হিন্দুধর্মের অনুসারীদের একটি গুরুত্বপূর্ণ পূজা। মা সরস্বতী এক হাতে বীনা অন্য হাতে বেদ পুস্তক। অন্ধকার দুর করে সরস্বতী জালাবে আলো। হিন্দু শাস্ত্রের শিক্ষার্থীদের জ্ঞান পরিধি বাড়াতে সরস্বতীর ভূমিকা প্রশংসনীয়। হিন্দু শাস্ত্র মতে বহুকাল পূর্বে থেকে প্রতিবছর মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চম তিথিতে সরস্বতী পূজা পালন করে শিক্ষার্থীরা। এই দিনে ছোট ছোট অনেক শিক্ষার্থীদের হাতে খড়ি দেন। সরস্বর্তী পূজার দিন সনাতনী শিক্ষার্থীরা সদা সজ্জিত হয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে যান। পরে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত সরস্বতী মন্ডবে সমবেত হয়ে অঞ্জলি প্রদান করেন। তাদের মূল লক্ষে জ্ঞান বুদ্ধি বিকশিত করে জগতে আলোর বিচরন ছড়ানো। জ্ঞান, সঙ্গীত ও শিল্পকলার দেবী হিসাবে সরস্বতী বিদ্যমান। সরস্বতী পূজায় শিক্ষা প্রতিষ্ঠানে উলুধনি আর শঙ্খধনীতে মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস চত্ত¡র। নিজেকে বিকশিত করতে শিক্ষার্থীরা মা সরস্বতী কাছে প্রার্থনা করেন। সাতক্ষীরায় দেশের সাতক্ষীরা সরকারী মহিলা কলেজ সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতী পূজা উদযাপন করেছে হিন্দু স¤প্রদায়ের শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা সরকারী মহিলা কলেজে গিয়ে দেখা গেছে কলেজের ক্যাম্পাসে সরস্বতী মন্ডব তৈরী করা হয়েছে। পুরোহিত প্রসাদ চক্রবতী রিতিমত মন্ত্রজব করছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু সহ অপরাপর সনাতন ধর্মের শিক্ষক শিক্ষার্থীরা মন্ডব চত্ত¡রে বসে আছেন। এসময় শিক্ষার্থীরা পুষ্পাঞ্জলী প্রদান করছে। উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরা সরকারী মহিলা কলেজে সরস্বতী পূজা উদযাপিত হয়েছেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু দৈনিক দৃষ্টিপাতকে জানান, সরস্বতী হিন্দু ধর্মের অনুসারের জন্য অতিব গুরুত্বপূর্ণ। কারন জ্ঞান, সংগীত শিল্পকলা, বৃদ্ধি ও বিদ্যার দেবী মা সরস্বতী, এখানে উৎসব মুখর পরিবেশ শিক্ষক শিক্ষার্থীর পূজা পালন করছে। শিক্ষার্থীরা নিজেদের মধ্য থেকে অন্ধকার দুর করে আলোর বিচরন করে। মহিলা কলেজে সরস্বতী পূজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সুকুমার দাশ, মহিলা কলেজে স্বরস্বতী উদযাপন কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক শশীভূষন পাল, সদস্য স্বপন কুমার ঘোষ, সৈরাভ রায়, কলেজের উপধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, প্রভাষক বিপাসা বিশ্বাস, শ্যামা প্রসাদ ঘোষ, সহযোগী অধ্যাপক শফিকুল রহমান, আশরাফ হোসেন, সিরাজুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয় সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মহদেব মন্ডল সহ কলেজের সকল সনাতন ধর্মীয় শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়া সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের নেতৃত্বে সরস্বতী পূজা পালিত হয়েছে।