স্টাফ রিপোর্টার ঃ জেকে বসা শীত, হীমেল হাওয়া, কুয়াশার প্রাচীর, মধ্য মাঘের জানান দেওয়া কনকনে শীতের বিস্তৃতি দুর্ভেদ্য বন্ধুর পথ পরিক্রমাকে পিছে ফেলে শিশির সিক্ত সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ আলোঝলমলে দিনের সূচনা করে পুরো ক্যাম্পাস চত্বরে আলোর দ্রƒতি ছড়িয়ে পড়ে, আলোক আবা বিচ্ছুরনের অবারিত পুষ্পবৃষ্টির মাধ্যমে অতিথি, শিক্ষক, ছাত্রীরা পরম মমতা এবং পরম্পরের প্রতি অন্তঃরাত্মার আবহের কলরবের ঐকতানের সেতুবন্ধন সৃষ্টি হয়। এই সেতু বন্ধন যেন হাজারো মাইলের পথ পাড়ি দেওয়ার, নিজেকে বিকশিত করার নতুন প্রতিষ্ঠানে, ভিন্ন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার দূরন্ত প্রচেষ্টা, হয়ত বা মহিলা কলেজ ক্যাম্পাসের আলোকিত, প্রাণময়, অনুষ্ঠানে উপস্থিত সকলেই গুন গুনিয়ে, হৃতয় স্পন্দনে অবলিলায় বলছিল পথটি চলুক এক্ষেত্রে মোদের নিত্য দিনের মন্দ ভালোর, নতুন পথ আজ উঠুক সেজে নতুন এক ছন্দের আলোয়। হ্যাঁ গতকাল ছিল সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের উচচ মাধ্যমিক (একাদশ শ্রেণি) ছাত্রীদের নবীন বরন। প্রানের বহতা আর নতুনের বরনের উৎসব, উচ্ছ্বাস, জৌলুস কোন কিছুরই সামান্যতম ঘাটতি ছিল না। আলো ছড়ানো আয়োজনে নতুন সংযোজন ছিল যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডঃ আহসান হাবীব সহ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড: বিশ্বাস শাহিন আহম্মদ। উচ্ছ্বাসিত ব্যতিক্রম ধর্মী নবী বরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ বরেণ্য শিক্ষাবিদ সুসাহিত্যিক সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু। নতুনদের আয়োজনে নতুনত্বের জয়গান ছিল বিশেষ ভাবে লক্ষনীয়, প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর চেয়ারম্যান অধ্যাপক ডঃ আহসান হাবীব। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী। শিক্ষা বোর্ড যশোর এর পরীক্ষা নিয়ন্ত্রক ডঃ বিশ্বাস শাহিন আহম্মেদ, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু হেনা মোস্তফা কামাল, বক্তব্য রাখেন অধ্যাপক শশীভূষন পাল, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আল মুত্তাসিম বিল্লাহ, সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান নবীনদের মধ্যে বক্তব্য রাখেন ফারিহা সুলতানা, বক্তব্য রাখেন সাদিয়া সুলতানা পরিচালনা করেন প্রভাষক মোহানা রুম্মান ও আশরাফ হোসেন। এরপূর্বে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও নবীনদের ফুল দিয়ে বরন করা হয়।