স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে সাতক্ষীরায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিটি কলেজের নবাগত অধ্যক্ষ ড. শিহাব উদ্দিনকে শভেচ্ছা প্রদান করা হয়েছে। গতকাল বেলা ১২টায় শহরের (বাকশিস) কার্যালয় জেলা বাকশিস সভাপতি তালা মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি সিটি কলেজের নবাগত অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন, বিদায়ী অধ্যক্ষ আবু সাঈদ, সাতক্ষীরা ডে নাইট কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, সফিরুননেছা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রেজাউল ইসলাম, আইডিয়াল কলেজের অধ্যক্ষ শিবপদ গাইন, শুভাশুনি কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, কাজির হাট কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যাপক নূর মোহাম্মদ পাড় সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।