শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:১৭ অপরাহ্ন

সাতক্ষীরা সিটি কলেজ থেকে উপসহকারী কৃষিকর্মকর্তা নিয়োগ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সিটি কলেজ থেকে কৃষি ডিপ্লোমা পাশকৃত শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক উপসহকারী কৃষি কর্মকর্তা পদে সুপারিশ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা সিটি কলেজে কৃষি ডিপ্লোমা বিভাগ ও সিটি কলেজের যৌথ আয়োজনে সিটি কলেজের অধ্যক্ষ ড: মো: শিহাবুদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা হটিকালসার সেন্টারের উপপরিচালক মো: আমজাদ হোসেন। তিনি বলেন সাতক্ষীরার মাটি খুবই উর্বর। এখানে মাটিতে সব ধরনের কৃষিজাত পন্য ফলানো সম্ভব। যে ধরনের কৃষিজাত পণ্য যত বেশি ফলানো যায় তাহা দাম কমে পাওয়া যায়। কৃষিকে বাঁচাতে হবে। সাতক্ষীরা সিটি কলেজ থেকে যাহারা কৃষি ডিপ্লোমা করে চাকুরী করছে তাহাদেরকে কৃষি ক্ষেত্রে অবদান রাখতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো: ইউনুছ আলী, ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ড: মো: আব্দুল আজিজ, শেখ আব্দুল ওয়াদুদ, শেখ আব্দুর রাজ্জাক, মো: আব্দুল জলিল, মো: সামছুর রহমান, মো: হাবিবুল­াহ, মো: কাদির উদ্দিন, মো: জাহাঙ্গীর আলম, মো: আলমগীর কবির, মো: মনিরুজ্জামান প্রমুখ। এছাড়া অত্র কলেজের শিক্ষার্থী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে কৃষি ডিপ্লোমা বিভাগে পাশকৃত শিক্ষার্থীরা অতিথিদের কাছ থেকে ক্রেস্ট গ্রহন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ইতিকা রাণী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com