স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সিভিল সার্জন ডা: শেখ সুফিয়ান রুস্তম সাতক্ষীরা শেফা ডায়াগনষ্টিক সেন্টারের সকল কার্যক্রম বন্ধের জন্য নির্দেশনা প্রদান করেছেন। সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় থেকে জানাগেছে, গত ৫ অক্টোবর বিকালে সাতক্ষীরা সিভিল সার্জন ডা: শেখ সুফিয়ান রুস্তম শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার পরিদর্শন করেন। এসময় শেফা ডায়াগনষ্টিক সেন্টারে প্রবেশ করে কর্তৃপক্ষের কাছে লাইসেন্স নবায়নের অনলাইনের আবেদনের কপি দেখতে চান। অনুরুপ প্যাথলজি চিকিৎসক পাওয়া যায়নি, কর্তব্যরত রিপোর্ট প্রদান কারী চিকিৎসক, এমটি (ল্যাব) কে পাওয়া যায়নি। পরিস্কার পরিচ্ছন্নতার যথেষ্ট অভাব পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠান বন্ধের জন্য নির্দেশ প্রদান করেন। তবে প্যাথলজি চিকিৎসকের নিয়োগ পত্র, সম্মতি পত্র, কর্তব্যরত রিপোর্ট প্রদানকারী চিকিৎসকের নিয়োগ পত্র, অনলাইনের আবেদনের কপি, পরিস্কার পরিচ্ছন্নতা ব্যবস্থা করা সহ বিধি মোতাবেক সকল প্রয়োজনীয় কাগজ পত্র সিভিল সার্জন কার্যালয় প্রেরণ জন্য নির্দেশ দিয়েছেন। নির্দেশনা অমান্য করে অবৈধ ভাবে ব্যবসা পরিচালনা করলে আইনগত ব্যবস্থা গ্রহন করবে মর্মে নির্দেশনা দিয়েছেন সিভিল সার্জন ডা: শেখ সুফিয়ান রুস্তম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।