স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা আলিপুর সীমান্ত আদর্শ কলেজে অভিভাবক সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় মাহমুদপুর সীমান্ত আদর্শ কলেজের হল রুমে কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সীমান্ত আদর্শ কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুর রউফ, তিনি বলেন আজকের শিক্ষার্থীরা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। তাদের মেধাকে সঠিক ভাবে লেখাপড়ায় লাগাতে হবে। ভাল ফলাফল ছাড়া গৌন্তব্যে পৌছানো সম্ভব নয়। শিক্ষার্থীদের নিয়মিত কলেজে আসতে হবে। কলেজ থেকে বাড়িতে ফিরে আপনার সন্তান কার সাথে সময় দিচ্ছে কি করছে সেটি দেখার দায়িত্ব আপনার। কোন অবস্থায় আপনার সন্তানকে বখাটে ছেলেদের সাথে চলতে দিবে না। এসময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোঃ মহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান, মোঃ সহিদুজ্জামান, মোঃ আব্দুলাহ সিদ্দিক, অভিভাবক মোঃ আছাদুল হক, মোঃ বাবুল হোসেন, এসময় কলেজের সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ আমিনুর রহমান।