স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন তিনি স্কুল ড্রেস বিতরণ উদ্বোধন কালে বলেন, প্রতিবন্ধিরা আপনার আমাদের সন্তান। প্রতিবন্ধীদের কখনো অবজ্ঞা করবেন না।প্রতিবন্ধিদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।। বর্তমান সরকার প্রতিবন্ধিদের কল্যাণে কাজ করছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবার উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, বিশিষ্ঠ সমাজ সেবক আলহাজ ডাঃ আবুল কালাম বাবলা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা আক্তার, রুমা রাণী। পরে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়। উলেখ বিদ্যালয়ের দাতা সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোস্তফা কামাল লস্করের আর্থিক সহযোগীতায় বিদ্যালয়ের ৯০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।