শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:০২ অপরাহ্ন

সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলস্ চালুর লক্ষ্যে মিল পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলস্ চালুর লক্ষ্যে মিল এলাকা পরিদর্শন ও মিল কর্তৃপক্ষ সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু ও জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আলীগের সাধাঃ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম। গতকাল বেলা ১১ টায় সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান সহ প্রতিনিধি দল সুন্দরবন টেক্সটাইল মিলছে প্রবেশ করেন। মিলে সার্বিক বিষয় পরিদর্শন শেষে সভাকক্ষে এক মত বিনিময় সভায় মিলিত হন। সুন্দরবন টেক্সটাইল মিলস্ ইনচার্জ মোঃ শফিউল বাসারের সভাপতিত্বে এসময় মিলের প্রাক্তন সিবিএ নেতৃবৃন্দ একেক এ মিল চালুর জন্য তাদের দাবি সহ বিস্তারিত বিষয় তুলে ধরেন। সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু বলেন, সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলস্ চালুর করা আমার নির্বাচনী ওয়াদা ছিল। মিলটি চালু করার জন্য আমার পক্ষ থেকে সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। শুধু তাই নয় সাতক্ষীরার সকল সংসদ সদস্য জেলা আলীগের সভাপতি-সাধাঃ সম্পাদক সাথে নিয়ে মিল চালানোর জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। মিল চালুর বিষয় প্রথম সংসদেই তুলে ধরেছিলাম। মিল চালু হলে সাতক্ষীরার বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। আগামী সংসদ অধিবেশনে মিল চালু জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাতক্ষীরা মানুষের জন্য কথা বলবো। জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আলীগের সাধাঃ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম বলেন,সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলস্ চালুর করা অতীব জরুরী হয়ে পড়েছে। সাতক্ষীরা মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য এটি চালু করতেই হবে। মিল চালুর জন্য জেলা আলীগের সভাপতি সহ সকল সংসদ সদস্যর সম্মিলিত প্রচেষ্টায় করা হবে। প্রয়োজন হলে সংসদ সদস্য ও আলীগের নেতৃবৃন্দ সমন্বয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চাওয়া হবে। বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন, মিল চালু বাস্তবায়ন কমিটির আহবায়ক ও জেলা আলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধাঃ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান বাবু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সদস্য সচিব মাগফুর রহমান, সাবেক সিবিএ নেতা চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসানুজ্জামান। বিশিষ্ট শ্রমিক নেতা শেখ রবিউল ইসলাম রবি,সিবিএ নেতা আব্দুল্লাহ সরদার, শওকত আলী, সাবেক সভাপতি খোকন, প্রধান শিক্ষক শাজাহান সিরাজ, সহ মিলের সাবেক সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com