স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা শহরে দিন দুপুরে এক ব্যবসায়ীর বাড়ি চুরি সংঘটিত হয়েছে। লুটে নিয়ে গেছে স্বর্ণ অলংকার সহ নগত অর্থ। এমন আলোচিত চুরির ঘটনাটি গতকাল বেলা ১২টায় শহরের সুলতানপুর ফয়সাল মসজিদ এলাকায় ব্যবসায়ী লিয়াকত হোসেনের বাড়িতে ঘটে। সুলতানপুর বড় বাজারে লিমন ভান্ডারের স্বত্ত¡াধিকারী লিয়াকত হোসেন দৃষ্টিপাতকে জানান, তার স্ত্রী বেলা ১২টায় বাড়ি পার্শ্ববর্তি ভাইয়ের বাড়িতে যায়। ১০ মিনিট পরে ফিরে এসে দেখেন উঠানে এক ব্যক্তি মটর সাইকেল নিয়ে দাড়িয়ে আছে। এসময় ঘরের মধ্যে বিকট আওয়াজ হচ্ছে। স্ত্রী বাড়ির ব্যক্তির কাছে জানতে চাইলে চোর চক্র সদস্য বলেন পাখি ধরতে এসেছি। তৎক্ষনিক ঘর থেকে বাকি দুই জন স্বর্ণ অলংকার ও নগত অর্থ ও জমির কাগজ নিয়ে দ্রুত বাহির আসেন। তখন চোর বলে চিৎকার দিলে দ্রুত মটর সাইকেলে ঘটনা স্থান ত্যাগ করে। পরে ঘরে প্রবেশ করে দেখা যায় ঘরের আলমারী সোকেজ সহ অন্যান আসবাব পত্র তছনছ করেছে। এঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা চলছে। দিন দুপুরে এমন চুরি ভাবছেন সকলে। উলেখ্য শহরে ব্যাপক চুরির ঘটনা বেড়েছে। প্রতিদিন কোন না কোন এলাকায় চুরি সংঘটিত হচ্ছে। ভূক্তভোগী জনগন পুলিশের নজর দারি বাড়ানোর জোর দাবি করেছেন। এ বিষয়ে সদর থানার ওসি মোহাম্মদ গোলাম কবির দৃষ্টিপাত কে জানান, পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন। অভিযোগ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ঈদ উপলক্ষে পুলিশের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। আইন শৃংখলা পরিস্থিতি ভাল টুকটাক চুরি হচ্ছে।