স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সেলুন মালিক সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্মা পূজা পালিত হয়েছে। গতকাল দুপুরে শহরের কামালনগর সেলুন মালিক সমিতির কার্যালয়ে সেলুন মালিক সমিতির সভাপতি ভৈরব চন্দ্র দাশের সভাপতিত্বে বিশ্বকর্মা পূজার কার্যক্রম শুরু হয়। এ পূজায় লেবু, আখ, মুড়ি, কলা, বাতাসা ও বিভিন্ন ফল ফলাদি দিয়ে অর্চনা করে। পূজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেলুন মালিক সমিতির উপদেষ্টা সুবল বিশ্বাস, সহ সভাপতি সুকুমার বিশ্বাস, সাধারন সম্পাদক স্বপন বিশ্বাস, কোষাধ্যক্ষ সুভাষ চন্দ্র রায়, সদস্য যথাক্রমে জাহাঙ্গীর হোসেন, রাজকুমার বিশ্বাস, নিতাই বিশ্বাস, বাপ্পি বিশ্বাস, সনজিব বিশ্বাস, পরিমল বিশ্বাস, অজয় শীল, যাদব বিশ্বাস, বাবুরাম বিশ্বাস, ব্রজেন রায়, মিনতি বিশ্বাস, জয়া দাশ, মায়ারানী বিশ্বাস, তুলসী রানী, হিমলতা বিশ্বাস, বাসু বিশ্বাস, সিপরা বিশ্বাস। এছাড়া হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।