স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সেলুন মালিক সমিতির উদ্যোগে বিশ্বকর্মা পূজা পালিত হয়েছে। গতকাল দুপুরে শহরের কামালনগর সেলুন মালিক সমিতির নিজস্ব কার্যালয় বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেশ আগে থেকে সেলুন মালিক সমিতির নেতৃবৃন্দ আসতে থাকে পূজার নির্ধারিত সময়ের পূর্বে পুরোহিত অসর বসান। সেলুন সমিতির নেতৃবৃন্দ জানান, বিশ্বকর্মা মূলত লোহা লক্কড় ও মেশিনারী পণ্য ব্যবহার কারীরা উদযাপন করে থাকেন। তারা বিশ্বকর্মা পূজার মাধ্যমে ভগবানকে সন্তোষ করার চেষ্টা করে। পূজায় চিড়ি, মুড়ি, বাতাসা, খেরাই, আপেল, আঙ্গুর, খেজুর, আখ সহ বিভিন্ন ফল ফলাদী নিয়ে পূজা অর্চনা করেন। পরে জেলা সেলুন মালিক সমিতির সভাপতি ভৈরব দাশের সভাপতিত্বে পুজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেলুন মালিক সমিতির উপদেষ্টা সুবল বিশ্বাস, সাধারন সম্পাদক স্বপন বিশ্বাস, সহ-সভাপতি সুকুমার বিশ্বাস, যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ সুভাষ রায়, সদস্য সনজীব বিশ্বাস, নিতায় রায়, রাজকুমার, বাপ্পি বিশ্বাস, অজয় মামনি বিশ্বাস, জয়া দাশ, পুরোহিত করেন নন্দ মুখার্জী সহকারী স্বপন বিশ্বাস, হিমতলা। এসময় সেলুন মালিক সমিতির সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।