দৃষ্টিপাত রিপোর্ট ॥ চমৎকার আয়োজনে, উৎসবমুখর পরিবেশে, আলোর বিচ্ছুরন ঘটিয়ে সাতক্ষীরা স্টেডিয়ামে গতকাল শেষ হলো বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল, টুর্নামেন্টের ২০২৩ এর জমকালো ফাইনাল খেলা। জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে ও প্রশাসনের সহযোগিতায় বিপুল সংখ্যক দর্শক, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে উপভোগ এবং পুরস্কার বিতরন করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমদ রবি এম.পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজিব খান, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, এর পূর্বে প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয় ও অপরাপর অতিথিদের স্বাগত জানান সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী আক্তার হোসেন, মীর তাজুল ইসলাম রিপন, ইকবাল কবির খান বাপ্পী, শাহিনুর রহমান, হেদায়েতুল ইসলাম প্রমুখ। তীব্র প্রতিদ্বন্দিতাপুর্ণ খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপ এ শ্যামনগরের পূর্বমীরগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশাশুনির নিতুকা বাউলিয়া আশাশুনি আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এক শুন্য গোলে পরাজিত করে শেষ হাসি হাসে। অপর খেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের তালা লক্ষনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তিন/এক গোলে কালিগঞ্জ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করে এবং চ্যাম্পিয়ন হয়। উভয় দলই একে অপরের বিরুদ্ধে আক্রমন এবং পাল্টা আক্রমনের ক্ষেত্র তৈরী করলেও লক্ষনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে খেলোয়াড়দের রনকৌশলে ব্যর্থ হয় রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সজীব দুই গোল এবং তামিম এক গোল করে অন্যদিকে রতনপুরের মিশুক মেহেদী এক গোল করে। খেলাটি লাইভে প্রচারা করা হয় যে কারনে মাঠের বাইরের দর্শকরাও খেলা উপভোগ করেন। খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ব্যবস্থাপনায় নিয়োজিত জাকির হোসেন জানান আমাদের শিশু, শিক্ষার্থীদের খেলা ছিল সত্যিকার অর্থে মনোমুগ্ধকর। খেলা শেষে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা পুরস্কার বিতরনের পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন জাতীর পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতার আদর্শে আমাদের শিশুরা অনুপ্রানীত হবেন। তিনি আরও বলেন পড়ালেখার পাশাপাশি খেলা ধুলার বিকল্প নেই।