স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামউদ্দীনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করলেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। গতকাল বেলা ১২টায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের নেতৃত্বে নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ মতবিনিময় সভায় মিলিত হন। নেতৃবৃন্দরা বলেন, বিনেরপোতা থেকে রামচন্দ্রপুর পর্যন্ত লিং রোড, নিউমার্কেট থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত চারলেন, খুলনা রোড থেকে চুকনগর পর্যন্ত চারলেন রাস্তা, এছাড়া খুলনা সড়ক ও কালিগঞ্জ সড়ক জাতীয় সড়কে উন্নতিকরন সহ সাতক্ষীরা সকল সড়কে ব্যাপক উন্নয়ন হয়েছে আপনার মাধ্যমে। আপনার এই কর্মকান্ডের মাধ্যমে সাতক্ষীরাবাসি আপনাকে স্মরন রাখবে। নতুন কর্মস্থলে যেয়ে এই কর্মকান্ডের ধারা অব্যাহত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করি। এ সময় সড়ক ও জনপথ বিভাগের নিবাহী প্রকৌশলী মীর নিজামউদ্দীন বলেন, আপনাদের মাধ্যমে উদ্ভুদ্ধ হয়ে এই সড়কের উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করেছি। এই উন্নয়নমূলক কাজ করার জন্য সহযোগিতা করেছেন সদর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সহ অপরাপর সংসদ সদস্যরা। আমি জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির কার্যক্রমকে ধন্যবাদ জানাই। আপনারা জেলার উন্নয়নে কায়ক্রমের ধারা অব্যাহত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করি। এসময় উপস্থিত ছিলেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, যুগ্ম সম্পাদক ও প্রেসক্লাব সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রাসেল, জনসংযোগ সম্পাদক ও মুক্ত স্বাধীন সম্পাদক আবুল কালাম, প্রচার সম্পাদক মোঃ আশরাফুল করিম ধনি, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক মুছা করিম, নির্বাহী সদস্য আক্তারুজ্জামান মুকুল। এসময় জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির পক্ষ থেকে নির্বাহী প্রকৌশলী মীর নিজামউদ্দীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি তত্ত¡াবধান করেন নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু।