পাটকেলঘাটা প্রতিনিধি ॥ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের শেখ নুরুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী। ১০ম জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ২০১৪ সালে শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীক বরাদ্দ পান। জোটের কারণে দলের স্বার্থে কেন্দ্রীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সড়ে দাঁড়ান। তালা উপজেলার আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম বলেন, বিগত দিনে তিনি নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করছে। তালা-কলারোয়া এলাকার আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মী সহ সর্ব সাধারণের সাথে মত বিনিময় সহ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি দৈনিক দৃষ্টিপাত’কে বলেন ১৯৭৯ সাল থেকে বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি শুরু করেন। ১৯৮১ সালে সাতক্ষীরা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক, ১৯৮৩ সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৮৮ সালে তালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ১৯৯২ সাল পর্যন্ত দুই বার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল ১৯ জানুয়ারী তালা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন। ২০১৪ সালে পুনরায় ২য় বার সভাপতি হিসাবে ২০১৯ সালে ৩য় বার ২০০০ সালের উপ নির্বাচন, ২০০১, ২০০৬ (১/১১ স্থগিত) ২০০৮ এর জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে মনোনয়ন প্রার্থী ছিলেন। ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন লাভ এবং প্রতীক বরাদ্দ করে। জোটের কারণে জাতীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সড়ে দাঁড়ান।