কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১০৫, সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) আসনে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আওয়ামী লীগের তিন হেভিওয়েট নেতা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা লড়ছেন-সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় সৈনিকলীগ নেতা সরদার মুজিব। অন্যদিকে আওয়ামীলীগের নৌকার মনোনীত প্রার্থী কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন । তিনি দলীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে তালা-কলারোয়ার বিভিন্ন স্থানে মতবিনিময় গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। নৌকার ভোটাররা বলছেন, জোটের সমীকরণে যদি ফিরোজ আহম্মেদ স্বপন নৌকা প্রতিক নিয়ে টিকে থাকতে পারেন তাহলে তাদেরই জয় হবে ইন্না-শাল্লাহ। স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান বলেন, আমরা দলের বাইরে না প্রধানমন্ত্রী ও দলীয়প্রধান শেখ হাসিনার অনুমতি পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। এ আসনে নৌকার প্রার্থী কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন। ইন্জিনিয়ার শেখ মুজিবুর রহমান আরো বলেন, আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবনে মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে যে কেউ নির্বাচন করতে পারবে বলে ঘোষনা দিয়েছেন। সেই ঘোষনা মোতাবেক নির্বাচনে অংশ নিয়েছি। তিনি বলেন,ভোটের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা যাচাই করি। পৃর্বে সংসদ সদস্য হিসেবে জনগণের খেদমত করেছি, এখন ভোটের মাঠে দেখতে চাই নিজের জনপ্রিয়তা কতটুকু আছে। প্রতিদিন তিনি তালা-কলারোয়ার বিভিন্ন কর্মসুচি সভা সমাবেশ ও জনসংযোগ করে চলেছেন। এদিকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তালা-কলারোয়ার বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও গনসংযোগ চালিয়ে যাচ্ছেন অপর স্বতন্ত্র প্রার্থী সরদার মুজিব, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। অপরদিকে জাতীয় পাটির কেন্দ্রীয় নেতা সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত ও ওয়ার্কাস পাটির পলিট ব্যুরোর সদস্য তালা-কলারোয়া আসনের দুবার নির্বাচিত সাংসদ এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহও নির্বাচনে লড়বেন বলে জানা গেছে। শেষ পর্যন্ত জোটের হিসাব নিকাশে কি হয় সেটা এখন দেখার বিষয়।