স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ২ দিন ব্যাপী জাতীয় পিঠা উৎসব ১৪৩০ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমী বাস্তবায়নে গতকাল বিকালে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা কালচারাল অফিসার ফায়িজ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে পিঠা উৎসব উদ্বোধন করেন অতি: জেলা প্রশাসক শেখ মইনুল ইসলাম মঈন। পিঠা বাঙ্গালী জাতির সাংস্কৃতিক ঐতিহ্য। শীত মৌসুমে বাংলাদেশের সর্বত্র পিঠা তৈরী করা হয়। বাহারী লোভনীয় পিঠার সাথে আমরা দীর্ঘ দিন পরিচিত আছি। পিঠা উৎসবের মাধ্যমে তরুন প্রজন্মকে আরো আগ্রহ বাড়াতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত বিশিষ্ট সঙ্গীত শিল্পী আবু আফফান রোজ বাবু, শামিমা পারভীন, মঞ্জুরুল হক, সাংস্কৃতিক ব্যক্তি হেনরী সরদার, মহিদুল ইসলাম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফারহা দিবা খান সাথী সহ জেলার সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় দুধ পাকন, দুধ পুলি, রস চিতই, সেমাই পিঠা, ডালের হালুয়া, মাস্কাট হালুয়া, পাটিসাপটা, শামুক ঝিনুক পিঠা, নারিকেলের পুলি, নাড়ু, তেলের পিঠা, চিকেন ঝাল পুলি, মমো ঝাল পিঠা, ভাপা পিঠা সহ বাহারী পিঠার পরসা সাজানো হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন।