মাছুদুর জামান সুমন/মীর আবু বকরঃ সাতক্ষীরা ২ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করলেন প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। উদ্ভাবনী জয়োলাসে স্মাট বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্ভাবনী মেলায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ স্বাধীন পতাকা উপহার দিয়েছিল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছে। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। সরকারি বেসরকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তির মাধ্যমে যে সেবা প্রদান করা হয় সেটি আজ মানুষ সেখান থেকে গ্রহণ করতে পারবে। ডিজিটাল মেলা থেকে জনগণ তথ্যপ্রযুক্তি সম্পর্কে আরো জ্ঞান লাভ করতে পারবে। সম্মানিত অতিথি পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, ডিজিটাল বাংলাদেশ আজ সারা বিশ্বের মাঝে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের একটি উন্নত দেশ উপহার দিয়েছেন। ডিজিটাল বাংলা গড়ার পিছনে সবচেয়ে বেশি অবদান মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের। ডিজিটাল বাংলার সুফল মানুষ এখন প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রহণ করছে। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ সজিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিঃ জেলা সার্বিক মোঃ রেজা রশিদ, অতিঃ পুলিশ সুপার মোঃ সজিব খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার,সদর সহকারী কমিশনার ভূমি আজহার আলী, এনডিসি মোঃ মহিউদ্দিন, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সদর থানার ওসি মোঃ আবু জিহাদ ফকরুল আলম খান, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক জাহিদ বিন আলম, ডিবির ওসি মোঃ বাবলুর রহমান খান, সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। মেলায় সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৬ টি স্টল স্থাপন করা হয়েছে। এর পূর্বে মেলার স্টোল ঘুরে ঘুরে পরিদর্শন করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন।