স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা ৩৩ বিজিবি উদ্যোগে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্থ ২০০ জন গরীব ও দুঃস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরনকরা হয়েছে। গতকাল পদ্মাশাখরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ ও বৈকারীর বলদঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতি গ্রস্থদের মাঝে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো: আশরাফুল হকের সার্বিক তত্ত্বাবধানে ত্রান সামগ্রী বিতনর করা হয়। অপরদিকেগতকাল ৩৩ বিজিবির উদ্যোগে মাহদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ৩০০ জন অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরনকরা হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো: আশরাফুল হকের সার্বিক তত্ত্বাবধানে বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়। সাতক্ষীরা ৩৩ বিজিবি পিআরও এই তথ্যনিশ্চিত করেছেন।