বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-০৪ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এস এম আতাউল হক দোলন এর নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়েছেন। গতকাল ২০ ডিসেম্বর বুধবার বিকাল ৪ টায় মুন্সিগঞ্জ ইউনিয়ন আ’লীগের আয়োজনে হরিনগর বনশ্রী মাধ্যমিক শিক্ষানিকেতন মাঠে জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, জনপ্রিতিনিধি ও সর্বস্তরের হাজার হাজার জনসাধারণের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে জনসভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি মতিউর রহমান সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনে আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় তিনি বলেন, প্রতিশ্র“তি নয়, বাস্তবয়ন করবো! ইনশাল্লাহ৷ শ্যামনগর কালিগঞ্জ আংশিককে নতুনরুপে আপনাদের সামনে তুলে ধরবো। বিগত সাড়ে ৪ বছর যাবত উপজেলা চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করে এসেছি। সাড়ে ৪ বছরে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে সুবিধা, অসুবিধা দেখেছি। প্রাকৃতিক দূর্যোগ সহ বিভিন্ন প্রতিকূলতায় মানুষের পাশে থেকেছি। তার স্বাক্ষী আপনারা৷ আমাকে নৌকা প্রতিকে বিজয়ী করলে আগামী দিনেও আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধি দিতে পারে একমাত্র আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ দেশ ও মানুষের কথা চিন্তা করে। মুক্তিযুদ্ধের সময় সবাই একত্রিত হয়ে যে ভাবে এদেশকে স্বাধীন করেছিল তেমনি ভাবে, দলীয় স্বার্থে, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয় করতে সকল কোন্দল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকাকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এসময় গাজী গোলাম মোস্তফা বাংলা এর সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব একে ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিএম শফিউল আযম লেলিন, শেখ এজাজ আহমেদ স্বপন, গাজী আনিসুজ্জামান আনিচ, মাস্টার নরিম আলী মুন্সী, এ্যাডঃ মোজাহার হোসেন কান্টু, আলহাজ্ব বখতিয়ার আহমেদ, একে এম জাফরুল আলম বাবু, মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, মিসেস খালেদা আইয়ুব ডলি, অসীম কুমার মৃধা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।