এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে ॥ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৮ সাতক্ষীরা-০৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনকে নৌকার মাঝি হিসাবে নৌকা প্রতিক মনোনয়ন ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (এমপি)। দলীয় ঘোষণার সংবাদ শোনা মাত্রই সংসদীয় আসনের সর্বত্রই সাধারণ জনগণের মাঝে খুশীর জোয়ার বয়ে যার এবং আনন্দে মিষ্টি বিতরণ শুরু হয়। গতকাল ২৬ নভেম্বর রবিবার বিকাল ৪ টায় দলীয় সাধারণ সম্পাদক সাতক্ষীরা-০৪ আসনে আতাউল হক দোলনকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা কর্তৃক নৌকার মাঝি হিসেবে নৌকা প্রতিক মনোনয়ন দেওয়ায় শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সর্বস্তরের হাজারও সাধারণ মানুষের উপস্থিতিতে একটি আনন্দ মিছিল উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পরিদক্ষিণ করে বাস স্ট্যান্ডে আলোচনা সভায় শ্যামনগর উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এস এম আতাউল হক দোলনকে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৪ আসনে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। এছাড়া নূরনগরের বিভিন্ন স্থানে ও মসজিদে সাংবাদিক এস এম জাকির হোসেন এর উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৮ সাতক্ষীরা-০৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এস এম আতাউল হক দোলনকে নৌকা প্রতিক মনোনয়ন প্রদান করায় নূরনগর সহ উপজেলার সর্বত্র জনসাধারণের মাঝে খুশির জোয়ার বইছে। নূরনগরে মিস্টি বিতরণ কালে নূরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা বাবু সহ শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণের আনন্দ মিছিল এক আনন্দমেলার রূপ নেয়। আনন্দ মিছিলটি নূরনগরের ত্রিমোহনী মোড় থেকে শুরু হয়ে নূরনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিমোহনী মোড়ে এসে শেষ হয়। এসময় বক্তৃতায় নেতৃবৃন্দ বলেন, জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শ্যামনগর কালীগঞ্জ (আংশিক) নৌকার মাঝি হিসেবে এস এম আতাউল হক দোলনের বিকল্প নাই। এসময় তারা নৌকা প্রতীকে ভোট চেয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার অনুরোধ জানান।