বিশেষ প্রতিনিধি ॥ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করলেন বাংলাদেশ আওয়ামী তরুণ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিএম শফিউল্লাহ।বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ায় গতকাল ২১ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় রাজধানীস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ খুলনা বিভাগীয় বুথ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের নিকট থেকে ১০৮ সাতক্ষীরা-০৪ নির্বাচনী এলাকার দলীয় মনোনয়ন ফরম গ্রহণ করেন ও পরবর্তীতে জমা প্রদান করেন তরুণ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিএম শফিউল্লাহ। তিনি সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে দলীয় মনোনয়ন ও বিজয়ের লক্ষ্যে নির্বাচনী এলাকার প্রাণপ্রিয় জনগণসহ সকলের নিকট দোয়া চেয়েছেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন মাহমুদুল আসাদ রাসেল, রাশেদুল বাসার ডলার, রেজাউল কবির, মোতাহার হোসেন প্রিন্স, এস এম সাখাওয়াত হোসেন লিখন, নাজমুল মুন্সী, ফরিদা পারভিন, বেনজির হোসেন নিশি, আওয়ামী লীগ, তরুণ লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।