কালিগঞ্জ (রতনপুর) প্রতিনিধি ॥ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা ৪ (শ্যামনগর কালিগঞ্জ আংশিক) আসনের বাংলাদেশ আ’লীগের মনোনীত প্রার্থীর নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় রতনপুর ইউনিয়ন আ’লীগের আয়োজনে ইউনিয়নের কদমতলা বাজারে আ’লীগের কার্যালয়ে সামনে ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ আশরাফুল হোসেন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের আ’লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী শ্যামনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলি মুন্সি, শ্যামনগর উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, জেলা আ’লীগের সদস্য এ্যাডঃ মোজাহার হোসেন কান্টু, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজী টোকন, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, শ্যামনগর উপজেলা আ’লীগের সাবেক ক্রিড়া সম্পাদক অধ্যক্ষ মোঃ আবদুল ওহাব, ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ ফিরোজ আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, দলীয় স্বার্থে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। এসময় উপজেলা ইউনিয়ন আ’লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ ও জনসাধারন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহীদ।