বিশেষ প্রতিনিধ ॥ শ্যামনগর উপজেলার কৈখালীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-০৪ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এস এম আতাউল হক দোলন এর নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ ডিসেম্বর বুধবার বিকাল ৩ টায় কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এসআর মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, জনপ্রিতিনিধি ও সর্বস্তরের হাজার হাজার জনসাধারণের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে জনসভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব জিএম রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় তিনি বলেন, কৈখালীবাসী আমাকে অনেক ভালোবাসেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে সর্বউচ্চ ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন৷ মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতিকে ভোট দিন৷ দেশের উন্নয়নকে অব্যহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকার দরকার৷ বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধি দিতে পারে একমাত্র আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ দেশ ও মানুষের কথা চিন্তা করে। আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকাকালীন সাড়ে ৪ বছরে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে সুবিধা, অসুবিধা দেখেছি৷ প্রাকৃতিক দূর্যোগ সহ বিভিন্ন প্রতিকূলতায় মানুষের পাশে থেকেছি। তার স্বাক্ষী আপনারা৷ আমাকে নৌকা প্রতিকে বিজয়ী করলে আগামী দিনেও আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। গত সাড়ে ৪ বছরে যেভাবে উপজেলা চেয়ারম্যান হিসেবে মানুষের পাশে থেকেছি ঠিক জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে আপনাদের পাশে থাকবো৷ আপনারা আমাকে চিনেন৷ আমি কথা দিয়ে যাচ্ছি আমি নির্বাচিত হয়ে কৈখালী ইউনিয়নকে উন্নয়নে ছোঁয়ায় মুড়িয়ে দেবো। উক্ত জনসভায় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক পবিত্র কুমার মন্ডল এর সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব একে ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আজম লেলিন, শিল্প ও বাণিজ্যি বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহম্মেদ স্বপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিসুজ্জামান আনিচ, সদস্য এ্যাডঃ মোজাহার হোসেন কান্টু, উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, কালিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।