শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন

সাতক্ষীরা ৪ আসনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন, প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী মালামাল সরবরাহ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মতে ৭ জানুয়ারী ২০২৪ রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও পোলিং অফিসারদের কাছে নির্বাচনী মালামাল সরবরাহ করা হয়েছে। সাতক্ষীরা ৪ আসন শ্যামনগর উপজেলার ১২ টি ইউনিয়ন ও কালিগঞ্জ উপজেলার ৮টি মোট ২০ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ১৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২৩ হাজার ৪৩৪ জন ও মহিলা ভোটার ২ লাখ ১৮ হাজার ৭৫৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। শ্যামনগর উপজেলার ১২ ইউনিয়ন ভুরুলিয়া, কাশিমাড়ী, শ্যামনাগর, নূরনগর, কৈখালী, রমজাননগর, ঈশ্বরীপুর, আটুলিয়া, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী, গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের ৯১ টি কেন্দ্রে স্থায়ী বুথ ৬৩০, অস্থায়ী বুথ ১১টি মোট বুথের সংখ্যা ৬৪১টি। পুরুষ ভোটার ১লাখ ৪৩ হাজার ৬৮৮ জন ও মহিলা ভোটার ১ লাখ ৪০ হাজার ৬৮৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। মোট ভোটার ২ লাখ ৮৪ হাজার ৩৫৮ জন এবং কালিগঞ্জ (আংশিক) উপজেলার ৮ ইউনিয়ন কৃষ্ণনগর, বিষ্ণুপুর, দক্ষিণ শ্রীপুর, কুশুলিয়া, মথুরেশপুর, ধলবাড়িয়া, রতনপুর ও মৌতলা ইউনিয়নের ৫১ টি কেন্দ্রে স্থায়ী বুথ ২৯৭ টি, অস্থায়ী বুথ ৪০টি মোট বুথের সংখ্যা ৩৩৭টি। পুরুষ ভোটার ৭৯ হাজার ৭৬৬ জন ও মহিলা ভোটার ৭৮ হাজার ৬৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। মোট ভোটার ১ লাখ ৫৭ হাজার ৮৩৫ জন ভোটার ভোট প্রদান করবেন। এরই মধ্যে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন স্থানীয় উপজেলা প্রশাসন। শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নজিবুল আলম রাতুল ও দীপংকর দাশ এ প্রতিনিধিকে জানান, সাতক্ষীরা ৪ সংসদীয় আসনে মোট ১৪২ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোট গ্রহনে কর্মকর্তাদের ট্রেনিং সমাপ্ত হয়েছে। তাদের কেন্দ্রের দায়িত্ব প্রদানের চিঠিও পৌছে দেওয়া হয়েছে, তারাও দায়িত্ব বুঝে নিয়েছেন। সাতক্ষীরা ৪ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট উৎসব অনুষ্ঠিত হবে। কোথায়ও অপ্রীতিকর ঘটনা এখনও ঘটেনি, আশাকরি ঘটবেওনা। ভোটার সাধারণ যাহাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান ও ভালো ভাবে নিজগৃহে পৌছাতে পারে সে ব্যাপারে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা প্রশাসন, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, থানা পুলিশ, বিজিবি ও র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা স্বচেষ্ট আছে এবং নির্বাচনের দিন মাঠে দায়িত্ব পালন করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে ৬ জানুয়ারি শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে প্রতিটি ভোট কেন্দ্রের বুথের জন্য নির্বাচনী মালামাল পাঠানো হয়েছে। শুধুমাত্র নির্বাচনের দিন সকালে ব্যালেট পেপার কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com