পৃথিবীতে কত কিছুই ঘটে যায়
ঠিক এই মুহূর্তে কোনো দেশ
হয়তো জ্বলে পুড়ে যাচ্ছে
কোথাও বন্যায় তলিয়ে যাচ্ছে চোখের মানিক
কোথাও হয়তো উৎসবের আমেজ সব ভুলে
আবার কোথাও প্রেমিকার চোখের কাজল
ধুয়ে চলে যাচ্ছে বিরহ বেদনায়।
ঠিক সেই মুহূর্তে কোনো বাড়ির গৃহিণী
সবজিওয়ালার সাথে তর্ক করছেন
আজ শাকের আঁটি দুই টাকা বেশি কেন তাই!
আমরা যেন বসে আছি
ঘটনার গভীর সমুদ্রে
চারপাশ দিয়ে কত প্রজাতির মাছের মতো
কত ঘটনা ঘটছে-
কেউ কাঁদছে, কেই হাসছে
কেউ জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে
নিজেকে শেষ করে দিতে প্রস্তুত।
আবার সেই মানুষই
জীবন বাঁচাতে করে যাচ্ছে
প্রতিনিয়ত সংগ্রাম।
কেমন আছি, কীভাবে আছি
এসব জানতে চাই না
জানাতেও চাই না।
আমি যে বেঁচে আছি
পৃথিবীর রূপ, রস, গন্ধ পাচ্ছি
হাসি, কান্না শুনতে পাচ্ছি
তাতেই আমি সুখি
তাতেই আমি কৃতজ্ঞ
এই কর্মযজ্ঞের স্রষ্টার প্রতি।