কপিলমুনি প্রতিনিধি ॥ কপিলমুনি প্রেসক্লাবের দাতা সদস্য সাধন কুমার ভদ্র খুলনা জেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ন-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ইতিপূর্বে জেলা সন্মেলনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর শনিবার (২৩ সেপ্টেম্বর) কপিলমুনি থেকে চম্পক কুমার পালকে সহ-সভাপতি, সাধন কুমার ভদ্রকে যুগ্ন-সাধারণ সম্পাদক ও অলোক মজুমদারকে সদস্য করে পূণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। চম্পক কুমার পাল ও সাধন কুমার ভদ্রকে পুনরায় উক্ত পদে বহাল রাখায় ও নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কপিলমুনি এলাকাবাসী। উল্লেখ্য, সাধন কুমার ভদ্র কপিলমুনি পুলিশিং কমিটির সভাপতি, কপিলমুনি বাজারের বিশিষ্ট চাউল ব্যবসায়ী, বিশিষ্ট সমাজ সেবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।