আশাশুনি প্রতিনিধি \ সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে ৬নং আশাশুনি উপজেলার সাধারণ সদস্য পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করলেন তোষিকে কাইফু । নির্বাচনের পূর্বের দিন অর্থাৎ ১৬ অক্টোবর দুপুরে সাধারণ সদস্য পদে ‘বক’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়া তোষিকে কাইফুর ব্যক্তিগত ফেসবুক আইডি “তোষিকে কাইফু” থেকে প্রার্থীতা প্রত্যাহার এর ঘোষনা দেন তিনি। এবিষয়ে তোষিকে কাইফুর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তার প্রার্থীতা প্রত্যাহারের পর আশাশুনিতে সাধারণ সদস্য পদে শেষ লড়াইয়ে থাকছে ৩জন উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম (টিউবওয়েল), প্রবাসী আব্দুল হাকিম (তালা) ও যুবলীগ নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান(হাতী)।