শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

সাফের প্রাথমিক দলে যোগ দিলেন মোরসালিন ও সাজ্জাদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল দিয়েছিল হাভিয়ের কাবরেরা। কিন্তু সেই দলে এসেছে দুইটি পরিবর্তন। চোটের কারণে এবারের সাফে খেলা হচ্ছে না রাইট ব্যাক সাদ উদ্দিন ও ফরোয়ার্ড মতিন মিয়ার। তাদের চোটে কপাল খুলেছে বসুন্ধরা কিংসের তরুণ মিডফিল্ডার শেখ মোরসালিন ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড সাজ্জাদ হোসেনের। এই দুই ফুটবলারের নাম যোগ করা হয়েছে প্রাথমিক স্কোয়াডে। বসুন্ধরা কিংসের অনুশীলনে পায়ে চোট পান সাদ উদ্দিন। গত সপ্তাহে পায়ে অস্ত্রোপচার করানো হয়েছে। তাতে মাঠের বাইরে থাকতে হচ্ছে বেশ কিছুদিন। আর হাটুর চোটে ভুগছেন মতিন মিয়া। তারও সুস্থ হয়ে মাঠে ফিরতে সময় লাগবে। তাই এই দুইজনের বদলি হিসেবেই মোরসালিন ও সাজ্জাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। গত মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে বসুন্ধরা কিংসের বিপক্ষে গোল করে হৈচৈ ফেলে দিয়েছিলেন শেখ মোরসালিন। এই তরুণ মিডফিল্ডার লোন থেকে ফিরে এ মৌসুমে খেলছেন বসুন্ধরা কিংসের হয়ে। কিংসে তারকা ফুটবলারদের ভিড়ে মাঠে নামার তেমন সু্যােগ হয়নি তার। লিগে ছয় ম্যাচে খেলেছেন মাত্র ২১৭ মিনিট। করেছেন এক গোল এবং এক অ্যাসিস্ট। সেটাও আবার সবশেষ শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে। আর তাতেই প্রথমবারের মতো প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন তিনি। এদিকে সর্বশেষ গত বছর সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে খেলেছিলেন সাজ্জাদ হোসেন। ৩-১ গোলে হারের ম্যাচে বাংলাদেশের একমাত্র গোলটি ছিল তার। কিন্তু ২০২২-২৩ মৌসুমের শুরুতে চোটে পড়েন তিনি। ফলে মৌসুমের শুরুর দিকে অনেকগুলো ম্যাচ খেলা হয়নি তার। চোট কাটিয়ে ফিরলেও গত মার্চ উইন্ডোতে কাবরেরার দলে জায়গা হারান সাজ্জাদ। লিগে তিন এবং ফেডারেশন কাপে দুই গোল করলেও শুরুতে জায়গা হয়েছিল না সাফের প্রাথমিক দলে। আগামী ৪ জুন থেকে সাফের প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। এর আগেই ৩৫ থেকে স্কোয়াড নেমে আসবে ২৭ জনে। এরপর ২৩ জনের চ‚ড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কাবরেরা। আট দল নিয়ে আগামী ২১ জুন থেকে ভারতের বেঙ্গালুরুতে বসবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com