এফএনএস স্পোর্টস: জুনের ফিফা উইন্ডো ও সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। দলে নতুন মুখ মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হাসান ও ফর্টিস একাডেমির ফরোয়ার্ড রফিকুল ইসলাম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটির শনিবারের সভা শেষে প্রাথমিক দল দেন কাবরেরা। গত মার্চে সিলেট জেলা স্টেডিয়ামে সিশেলসের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের সিরিজে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় এলিটা কিংসলের। নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হয়ে যাওয়া এই ফরোয়ার্ড আছেন প্রাথমিক দলে। ফর্টিসের আক্রমণভাগে খেলা রফিকুল চলতি লিগে ১২ ম্যাচ খেলেছেন। কিন্তু ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড জালের দেখা পাননি এখনও। আর লিগে মোহামেডানের ১৪ ম্যাচের মধ্যে ৫টিতে খেলেছেন ২৫ বছর বয়সী মুরাদ। আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার ফুটবলের এই সর্বোচ্চ আসরের জন্য ৪ জুন থেকে ঢাকায় প্রস্তুতি শুরু করবেন কাবরেরা। ঢাকায় প্রস্তুতি সেরে আগামী ১৫ জুন কম্বোডিয়ায় গিয়ে তাদের বিপক্ষে ফিফা উইন্ডোতে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ শেষ করে নমপেন থেকে বেঙ্গালুরু যাবে দল। আগামী ফিফা উইন্ডো ও সাফ চ্যাম্পিয়নশিপের জন্য আমের খানকে টিম ম্যানেজারের দায়িত্ব দিয়েছে ন্যাশনাল টিমস কমিটি।
প্রাথমিক দল: আনিসুর রহমান জিকো, তপু বর্মন, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, কাজী তারিক রায়হান, সোহেল রানা, মাশুক মিয়া জনি, সাদউদ্দিন, রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, শহিদুল আলম সোহেল, আলমগীর মোল্লা, রহমত মিয়া, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মেহেদী হাসান রয়েল, এলিটা কিংসলে, ফয়সাল আহমেদ ফাহিম, জামাল ভ‚ঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মোহাম্মদ ইব্রাহিম, মেহেদী হাসান, মুরাদ হাসান, শাহরিয়ার ইমন, মিতুল মার্মা, মজিবুর রহমান জনি, রফিকুল ইসলাম, রবিউল হাসান, ইসা ফয়সাল, মেহেদী হাসান শ্রাবণ, আমিনুর রহমান সজীব ও আবু সাইদ।