বিশেষ প্রতিনিধি \ বয়স ভিত্তিক বাংলাদেশ দলের হয়ে সাফ চাম্পিয়নশিপ অন্র্ধু ১৬ দলের হয়ে খেলতে ভুটানে যাচ্ছে শ্যামনগরের খেলোয়াড় (গোলকিপার) আব্দুর রহমান। আগামী ১সেপ্টেম্বর অনুষ্টিব্য অনুর্ধ ১৬ সাফ চাম্পিয়নে অংশগ্রহন করতে ৩০ আগস্ট সকাল ১০ টায় দেশ ত্যাগ করবে বাংলাদেশ ফুটবল দল। এ দলে অংশগ্রহন করবে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগন্জ গ্রামের হান্নান মল্লিকের পুত্র আব্দুর রহমান। আব্দুর রহমানের ফুটবলে হাতে খড়ি হয় স্থানীয় উপকূল এলাকায় গড়ে উঠা যুব ব্যাসিক ফুটবল একাডেমি থেকে। এরপর ২০২০-২১ সালে প্রথমে ঢাকা পাইনিয়ার লীগে গোপালগন্জ ফুটবল একাডেমির হয়ে ক্যাপটেনের দায়িত্ব পালন করে। ওই বছরে ঢাকা পাইনিয়ার লীগে বাংলাদেশের সেরা গোলকিপার নির্বাচিত হয়। এর পর ২০২১-২২ সালে ঢাকা জুনিয়র বিসিএল লীগে ঢাকা ওয়ারি ক্লাবের হয়ে ভালো পারফর্ম করলে সুযোগ পায় সাফ চ্যাম্পিয়নস লীগে ২০২২-২৩ খেলার। দেশের সব ছেয়ে কম বয়সী গোলকিপার হিসাবে ঢাকা ওয়ারি ক্লাবে যোগদান করে। এর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন দ্বারা পরিচালিত বাংলাদেশ এলিট ফুটবল একাডেমিতে সুযোগ পায়। সেখান থেকে বাংলাদেশ ফুটবল দলের হয়ে সাফ চ্যাম্পিয়ন খেলতে ভূটান সফরে যাচ্ছে। যুব ব্যাসিক ফুটবল একাডেমির কোচ মাছুম বিল্লাহ বলেন, আব্দুর রহমানের মধ্যে অনেক প্রতিভা ছিল। সেই প্রতিভাকে কাজে লাগিয়ে আজ আমাদের একাডেমি তথা সাতক্ষীরা জেলার মুখ উজ্জল করতে বাংলাদেশ দলের হয়ে খেলতে যাছে সাফ চ্যাম্পিয়ানশীপ। যেটা উপকূল এলাকায় স্বপ্নের ব্যাপার ছিল। আব্দুর রহমানের পক্ষ থেকে সাতক্ষীরা বাসির কাছে তার জন্যে দোয়া চেয়েছে তার পরিবার।