শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন

সাফ ফুটবলে ভারতের গ্র“পে বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০২২

এফএনএস স্পোর্টস: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের গ্র“পে পড়েছে বাংলাদেশ। প্রতিযোগিতার ষষ্ঠ আসরের ড্র শনিবার অনুষ্ঠিত হয়। ‘এ’ গ্র“পে বাংলাদেশ ও ভারতের সঙ্গে আছে পাকিস্তান ও মালদ্বীপ। সাত দল নিয়ে হতে যাওয়া এবারের আসরে ‘বি’ গ্র“পের তিন দল নেপাল, ভ‚টান ও শ্রীলঙ্কা। ২০১০ থেকে এ পর্যন্ত দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার আসর হয়েছে পাঁচটি। প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। নেপাল রানার্সআপ হয়েছে চারবার, বাংলাদেশ একবার। ২০১৬ সালে ভারতের শিলিগুঁড়িতে হওয়া প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। সেবার ফাইনালে ভারতের কাছে ৩-১ গোলে হেরেছিল তারা। শিলিগুঁড়ির ওই আসরেও গ্র“প পর্বে ভারতকে পেয়েছিল বাংলাদেশ। সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকাররা স্বাগতিকদের গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছিল। কিন্তু ফাইনালে দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত হারের বিষাদ হয়েছিল সঙ্গী। ২০১৯ সালে নেপালের বিরাটনগরে সবশেষ আসরে গ্র“প রানার্সআপ হয়ে সেমি-ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষেই হেরেছিল ৪-০ গোলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com