কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাহমুদপুর গ্রামের আছের আলী সরদার (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। বৃহ:স্পতিবার সকাল সাড়ে ৮ দিকে তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। মরহুমের পুত্র ইকবল হোসেন জানান, তার পিতা গত কয়েকদিন যাবৎ শ^াসকষ্ট জনিত সমস্যায় ভুগছিল। গত দুই দিন কিছুটা সুস্থতা বোধ করছিল এবং খাওয়া দাওয়াও করছিল কিন্তু হঠাৎ সকালে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে পুত্র ও কন্যাসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযা নামাজ বৃহ:স্পতিবার দুপুর ২ টার সময় অনুষ্ঠিত হয়েছে। জানাযা নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় স্থানীয় সকল শ্রেণী পেশার ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।