বটিয়াঘাটা (খুলনা) অফিস \ বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা বিরাট মধ্যপাড়া মসজিদের কাছ থেকে এসআই কৌশিক,এ এস আই বিপ্লব, এ এস আই নাজমুল ও পুলিশ সদস্য রকির, সহযোগিতায় সাবেক ৩নং ইউপি সদস্য রেজয়ান মোল্লা, পিতা ইউসুফ মোল্লা ৪৫ গ্রাম গাজাসহ পুলিশের হাতে আটক। ইতিপূর্বে র্যাব, ডিবিসহ, কয়েকবার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে । ইউপি সদস্য গফুর শেখ বলেন, খবর শুনেছি। বিস্তারিত কিছু বলতে পারছিনা। এছাড়া সাবেক আরেক ইউপি সদস্য বলেন, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িয়ে আছেন তার জন্য এলাকায় যুবসমাজ মাদকের ছোবল থেকে রেহাই পাচ্ছে না। সে একজন মাদকসম্রাট আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এসে আবারো মাদক ব্যবসার সাথে জড়িত থাকে।থানার ডিউটি অফিসার মোঃ ইমদাদুল হক বলেন, মঙ্গলবার বিকালে বিরাট মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। থানায় মামলা হয়েছে। মামলা নং-৮। তারিখ ১১ এপ্রিল ২০২৩। তিনি বলেন,আসামির বিরুদ্ধে থানায় আরো ২/৩ টি মামলা রয়েছে। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।