কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ খুলনার কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামাতে ইসলামী সাবে আমীর মাওলানা আ খ ম তমিজ উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারী) বিকেল ৩ টায় মহারাজপুর ইউনিয়ন পরিষদের মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযা নামাজে হাজার হাজার মানুষের ঢল নামে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগছিলেন। গত ১৮ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১০টা ৫ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। এক ছেলে, তিন মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে এক নজরে দেখতে ও জানাযা নামাজে অংশ নিতে দূর-দুরন্ত থেকে ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে সর্বস্তরের হাজার হাজার মানুষের ঢল নামে। কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এসএম শফিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান এড. কমলেস কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন, কয়রা থানার ইন্সপেক্টর (তদন্ত) টিপু সুলতান, কয়রা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. কেরামত আলী, জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, খুলনা অঞ্চলের পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ায়, সেক্রেটারি মুন্সি আব্দুল হালিম, সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা নুরল হুদা, কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা বিএনপির আহবায়ক এড. মোমরেজুল ইসলাম,কালনা আমিনীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনূস আলী, কপোতাক্ষ ডিগ্রী কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য, কয়রা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এড. আব্দুর রশিদ, পিপি এড. মোশাররফ হোসেন, এড. অম্বিকা চরণ সানা, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, শাহনেওয়াজ, আব্দুস সামাদসহ রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, সাবেক চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।