স্টাফ রিপোর্টার \ প্রবীণ রাজনীতিবিদ সাবেক জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ—সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা এড. এ,এফ,এম এন্তাজ আলীর ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর মরহুমের পলাশপোলস্থ নিজস্ব বাস ভবনে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, সামাজিক, ক্রীড়া ও সাস্কৃতিক নেতৃবৃন্দসহ এলাকার অসংখ্য মুসল্লীগণ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা শহিদুল ইসলাম ও হাফেজ মোঃ আব্দুর রহমান। দোয়া মোনাজাত শেষে উপস্থিত ব্যক্তিদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।