মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি ॥ সাতক্ষীরা-৪ আসনের জামায়াত সমর্থিত সাবেক এম,পি গাজী নজরুল ইসলামের সাথে হরিনগর বাজারে সকল ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে বাজার চৌরাস্তার মোড়ে শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নে হরিনগর বাজার সকল ব্যবসায়ীদের সাথে দেশের চলমান পরিস্থিতির আলোকে সৌহার্দ্য পরিবেশে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাবেক এম,পি গাজী নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের জান, মাল নিরাপত্তায়’ বাংলাদেশ আমাদের সকলের, হিন্দু মুসলিম ভাই ভাই, মিলে মিশে থাকতে চাই’ ব্যবসা প্রতিষ্ঠান মন্দির ও ঘরবাড়ি ভাংচুর বা ক্ষতি সাধন রোধকল্পে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করে পাহাদার নিযুক্ত করণ, ঘের বা জমি দখল ক্ষতি সাধন রক্ষায় মনিটরিং কমিটি গঠন করে সকলের দায়িত্ব প্রদান করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের হেফাজতে রাখতে তিনি সকলের সুচিন্তিত মতামত প্রার্থনা করেন। ব্যাবসায়ীদের সকলের মতামত বা পরামর্শ তিনি সাদরে গ্রহন করে তার দ্রুত ব্যবস্থা নিতে আশ্বস্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সেক্রেটার গৌতম কর্মকার। শ্যামনগর থানা জামায়াতের আমির আব্দুর রহমান। মুন্সিগঞ্জ ইউনিয়ন জামায়াত ইসলাম আমির গাজী আবুল হোসেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি মুন্সিগঞ্জ শাখা বাবলুর রহমান মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল ব্যবসায়ী বৃন্দ । এ ধরনের পদক্ষেপে সকল ব্যবসায়ী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ আন্তরিক ভাবে জামায়াত সমর্থিত সাবেক এম,পি গাজী নজরুল ইসলাম কে আন্তরিক ধন্যবাদ জানান।