শ্রীউলা প্রতিনিধি ॥ আশাশুনির, শ্রীউলার মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আরশাদ আলী (৮০)বার্ধক্যজনিত কারণে ইন্তকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাড়িয়ালা গ্রামের মরহুম বসির উদ্দিন মোড়লের ৬ষ্টতম পুত্র, অবঃ শিক্ষক মোকছেদ আলী ও আব্দুল কাদের মোড়লের সহদর, শিক্ষক ইলিয়াস হোসেনের শশুর ও শিক্ষিকা ফাতেমা জান্নাতের পিতা অবঃ প্রধান শিক্ষক আরশাদ আলী মোড়ল গতকাল (শনিবার) সকাল আনুঃ ৮ টায় একমাত্র কন্যা ফাতেমা জান্নাতের বাসভবন কলিমাখালীতে বার্ধক্য জনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুপুরের পর মরদেহটি কলিমাখালী থেকে মরহুমের নিজ গ্রাম মাড়িয়ালায় নেওয়া হয়। তাকে শেষ বারের মত দেখার জন্য সর্ব স্তরের মানুষ তার বাড়িতে আসেন এবং তার জানাজায় অংশ গ্রহণ করেন। শনিবার আসর নামাজের পর মাড়িয়ালা ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন অবঃ সুপারঃ মাওঃ সাইদুল ইসলাম।এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হাজ্বীউল হারামাইনগণ, শিক্ষকবৃন্দ, আত্মীয় স্বজন ও এলাকাবাসীসহ ধর্মপ্রাণ মুসলমানগণ মরহুমের জানাজায় অংশ গ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি- ১ স্ত্রী,১কন্যা ও ২ নাতীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।