রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন

সাবেক ভাইস চেয়ারম্যান মহসীন উল মুলকের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২১ মে, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ কাররাবন্দী অবস্থায় যুদ্ধাপরাধী মামলার আসামী এসএম মহসীন উল মুলকের মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা এবং উপজেলার ঈশ্বরীপুর গ্রামের মৃত এসএম বরকত উল্লাহর পুত্র। যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত ৬ সেপ্টেম্বর ২০২২ থেকে তিনি কারাবন্দী ছিলেন। আন্তজার্তিক যুদ্ধাপরাধ ট্র্যাইব্যুনাল ও মামলার বিবরণ থেকে জানা যায় ১৯৭১ সালে শ্যামনগর উপজেলার সুরেন্দ্রনাথ মন্ডলকে স্থানীয় রাজাকাররা গুলি করে হত্যা করে। সে ঘটনায় তার মেয়ে চন্দনা রানী বাদি হয়ে ২০০৯ সালে এসএম মহসীন উল মুলক সহ ১২ জনের বিরুদ্ধে মামলা করে। একই মামলার প্রধান আসামী ইস্রাফিল হোসেন ও মুনসুর সরদার সহ কয়েকজনের মৃত্যু হলেও ফজের আলী, আব্দুল কুদ্দুস ও মইনুদ্দীন গাজী গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ২০২২ সালে আন্তজার্তিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল থেকে চার্জশীট প্রদানের পর একই বছরের ৬ সেপ্টেম্বর মহসীন উল মুলক সহ অপর তিন জনকে নিজ নিজ বাড়ি থেকে শ্যামনগর থানা পুলিশ গ্রেপ্তার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com