বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্ৰামের সাবেক সেনা কর্মকর্তা আজিজুর রহমান এর পিতা আব্দুল মাজেদ গাজী (৭৬) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) তিনি গত বুধবার ২৬ মার্চ দুপুর ২ টায় ঢাকায় বাসা বাড়িতে সিঁড়ে থেকে নামতে যেয়ে মাথায় আঘাত পেয়ে স্টে্রাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ কন্যা, সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৯ টায় হোগলা ঈদগাহ ময়দানে তাহার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।