বুধবার, ০৭ মে ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুই পুত্রবধূকে নিয়ে পায়ে হেঁটে বাসায় ঢুকলেন খালেদা জিয়া তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে বললেন প্রধান উপদেষ্টা দেশে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশের ৯ ধারা বাতিল, মামলাও বাতিল হবে: আইন উপদেষ্টা পারুলিয়া মৎস্য সেটে চিংড়ি মূল্যে অনৈতিকতার ছোয়া পুশ নয় আওয়াজ তুলে কম মূল্যে চিংড়ি ক্রয়ের অপচেষ্টা ঘটনাস্থল শহরের খামারবাড়ী সড়ক \ প্রশান্তির ঘুমে এক সুতার মিস্ত্রী দেবহাটায় বজ্রপাতে দেবব্রত ঘোষের মৃত্যু সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদ সহ দুর্ধর্র্ষ ২ ডাকাত আটক সাবেক ইউপি সদস্য নিয়ামত আলীর দাফন সম্পন্ন পাইকগাছার চাঁদখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

সামরিক কাঠামোতে রদবদল যুক্তরাষ্ট্রে জেনারেল কমিয়ে মাঠ পর্যায়ের সৈন্য বাড়ানোর পরিকল্পনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে, সক্রিয় দায়িত্বে থাকা ফোর—স্টার জেনারেল এবং অ্যাডমিরালদের সংখ্যা প্রায় ২০ শতাংশ পর্যন্ত কমানো হবে। একইসঙ্গে জাতীয় গার্ডের জেনারেলদের সংখ্যাও ২০ শতাংশ হ্রাস করা হবে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এ ঘোষণা দেন গত সোমবার।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রকাশিত স্মারকে বলা হয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো অতিরিক্ত ও পুনরাবৃত্ত পদ বিলুপ্ত করে সেনাবাহিনীর নেতৃত্ব কাঠামোকে আরও কার্যকর, সুশৃঙ্খল ও বাস্তবমুখী করে তোলা। হেগসেথ বলেন, “দ্বিতীয় বিশ^যুদ্ধের সময় সেনাবাহিনীর আকার আরও বড় ছিল, কিন্তু তখনও শীর্ষ কর্মকর্তার সংখ্যা ছিল কম। সময় এসেছে আমাদের কাঠামোকেও সেভাবে ঢেলে সাজানোর।”
তিনি আরও জানান, এই পরিবর্তন দুই ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে ফোর—স্টার কর্মকর্তা ও ন্যাশনাল গার্ডের জেনারেলদের সংখ্যা কমানো হবে, এরপর পর্যায়ক্রমে অন্য জেনারেল ও অ্যাডমিরালদের।
এক্স (সাবেক টুইটার)—এ পোস্ট করা এক ভিডিওতে হেগসেথ বলেন, “কম জেনারেল, বেশি জিওআই (গ্রাউন্ড অপারেটর ইনভলভড বা সরাসরি যুদ্ধমাঠের সৈনিক)”Ñএই নীতিতেই সামরিক গঠন পুনর্বিন্যাস হচ্ছে। তিনি স্পষ্ট করেন, এটি কোনো শাস্তিমূলক পদক্ষেপ নয় বরং যৌথ বাহিনীর নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ে নানা পরিবর্তন ঘটিয়েছেন। গত ফেব্রুয়ারিতে কোনো পূর্ব সতর্কতা বা ব্যাখা ছাড়াই বরখাস্ত করা হয় যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল চার্লস ‘সিকিউ’ ব্রাউনকে। একইসঙ্গে নৌবাহিনী, কোস্ট গার্ড, বিমানবাহিনী, ন্যাটোতে নিয়োজিত কর্মকর্তাসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও আইনি কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়।
পেন্টাগন দাবি করেছে, প্রেসিডেন্ট তার নিজস্ব নেতৃত্ব পছন্দ অনুযায়ী গড়ে তুলছেন। তবে এই পদক্ষেপে দেশটির রাজনৈতিক মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। ডেমোক্র্যাট আইনপ্রণেতারা সামরিক বাহিনীর ‘রাজনৈতিকীকরণ’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
এই রদবদলের পেছনে আরেকটি বড় উদ্দেশ্য হলো ব্যয় সাশ্রয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ফেডারেল খরচ নিয়ন্ত্রণে আনতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। চলতি বছর জানুয়ারিতে হেগসেথ বলেছিলেন, পেন্টাগনের প্রশাসনে অতিরিক্ত জনবল রয়েছে, যা কমানো দরকার। সেই ধারাবাহিকতায় এই পদক্ষেপ।
বর্তমানে (মার্চ ২০২৫ পর্যন্ত) মার্কিন সামরিক বাহিনীতে ৩৮ জন ফোর—স্টার কর্মকর্তা এবং ৮১৭ জন জেনারেল ও অ্যাডমিরাল সক্রিয় দায়িত্ব পালন করছেন। এই সংখ্যা কমিয়ে সুশৃঙ্খল ও সক্ষম বাহিনী গড়ার পরিকল্পনা করছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com