স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মেডিকেল কলেজ হাসপাতালের ৪ জন আউট সোর্সিং কর্মীকে ইচ্ছামত বাতিল করার ঘটনা তদন্ত করা হবে। খোজ খবর নিয়ে জানাগেছে সামেকে ল্যাব এ্যাটেনডেন্ট (ছাটাইকৃত) নূর জাহান খাতুন সহ ৬ জন আউটসোর্সিং কর্মীকে কোন কারন ছাড়া ১ মার্চ ২০২২ সামেকের অধ্যক্ষ প্রফেসর রুহুল কুদ্দুসের নেতৃত্বে অন্যায় ভাবে ইচ্ছামত ছাটায় করেন। ভুক্তভোগী স্বাস্থ্য কর্মীরা ছাটাইয়ের কারন জানতে একাধিকবার অধ্যক্ষের সাথে যোগাযোগ করলেও তিনি তাদের কোন সদ উত্তর দিতে পারেননি। অবশেষে নূর জাহান সহ স্বাস্থ্যকর্মীরা আদালতের স্বরনাপন্ন পাশাপাশি গত ১৪ মার্চ ২০২২ স্বাস্থ্য অধিদপ্তরে সচিব বরাবর অভিযোগ দাখিল করেন। কিন্তু বিজ্ঞ আদালত সামেক অধ্যক্ষকে নির্দেশনা প্রদান করলেও তিনি কোন কর্ণপাত করেনি। অবশেষে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় কর্তৃক আগামী ১০ আগস্ট সকাল সাড়ে ৯টায় সামেক অধ্যক্ষের কক্ষে উক্ত অভিযোগ তদন্ত করবেন। এসময় তদন্তকাজে আত্মপক্ষ সমর্থনে প্রয়োজনীয় সাক্ষী ও তথ্য সহ স্ব-শরীরে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগ পার অধিশাখার যুগ্ম সচিব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।