স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ কর্তৃক ইচ্ছামত বাতিল করে দেওয়া আউট সোর্সিংয়ের ৪ জনকে পুণর্বহালের নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। গত ৫ জুন বাংলাদেশ হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: আশফাকুল ইসলাম ও মহিউদ্দীন শামিম এ নির্দেশ দেন। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নির্দেশনা অনুযায়ী ২০২০ সালে ২২ জনকে নিয়োগ প্রদান করেন। কিন্তু ২০২২ সালের ২৬ জানুয়ারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: রুহুল কুদ্দুস ২০২০ সালের নিয়োগকৃত ২২ জনের মধ্যে ৬ জনের নিয়োগ ইচ্ছামত বাতিল করে নতুন ১১ জনসহ ৩৩ জনের তালিকা প্রকাশ করেন। আবার ৩ দিন পর ২৯ তারিখে আবারো ওই তালিকা থেকে আরো একজনকে বাতিল করে তালিকা প্রকাশ করেন। অথচ নীতিমালা অনুযায়ী কোন কর্মীকে বাদ দিতে গেলে অবশ্যই তাকে শোকজ বা কারন দর্শানো নোটিশ প্রদান করা উচিত। কিন্তু কোন ধরনের নোটিশ না করেই ৬কর্মীকে বাদ দেওয়া হয়েছে বলে চাকুরি হারানো মেহেদী হাসান, নূর জাহান, সাহেব আলী আবু সাঈদ, ইদ্রিস আলী, রাকিবুজ্জামান। চাকুরি হারিয়ে মেহেদী হাসান, নূর জাহান, সাহেব আলী ও ইদ্রিস আলী বিচার চেয়ে বাংলাদেশ হাইকোর্টে ২৬-৫-২২ তারিখে মেহেদী হাসান ৬৩০৩/২০২২ নং রিটপিটিশন দাখিল করেন। সে অনুযায়ী বিজ্ঞ বিচারক গত ০৫ জুন ২০২২ তারিখে চাকুরি হারা ৪জনকে ৪ সপ্তাহের মধ্যে মেডিকেল কলেজে নিয়োগ প্রদান পুর্বক নোটিশ বোর্ডে তালিকাভুক্তির নির্দেশ দিয়েছেন।