সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

সাময়িক নিষিদ্ধ ওয়েস্ট ইন্ডিজের টমাস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছেন ডেভন টমাস। দুর্নীতি বিরোধী আইনের কয়েকটি ধারা ভাঙার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ওয়েস্ট ইন্ডিজের এই কিপার-ব্যাটসম্যানকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা মঙ্গলবার বিবৃতি দিয়ে এই শাস্তির কথা জানায়। অভিযোগের জবাব দিতে ১৪ দিন সময় আছে ক্যারিবিয়ান ক্রিকেটারের হাতে। আইসিসির কোনো টুর্নামেন্টে নয়, টমাসের বিরুদ্ধে তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে দুর্নীতির মোট ৭টি ধারা ভাঙার অভিযোগ উঠেছে। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শ্রীলঙ্কা ক্রিকেটের চারটি, আবু ধাবি টি-টেন লিগে আমিরাত ক্রিকেট বোর্ডের একটি ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দুটি ধারা ভেঙেছেন টমাস, এমনটা দাবি করা হয়েছে। এর মধ্যে গুরুতর অভিযোগ হচ্ছে, ২০২১ লঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচের ফলাফল প্রভাবিত করা বা ফলাফলে প্রভাব ফেলতে পারে এমন চেষ্টা করার। অন্য অভিযোগগুলোর মধ্যে আছে, ২০২১ সালের এলপিএল, আবু ধাবি টি-টেন ও সিপিএলে দুর্নীতির প্রস্তাব সম্পর্কে বিস্তারিত জানাতে ব্যর্থ হওয়া। ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে টমাসের অভিষেক। মূল ক্রিকেটারদের বড় অংশ বোর্ডের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ায় আরও অনেকের মতো সুযোগ পেয়েছিলেন তিনি। সেবার টি-টোয়েন্টি অভিষেকও হয় তার। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২১ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলতে পেরেছেন তিনি। তার টেস্ট অভিষেক হয় গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেইডে। সেটিই তার ক্যারিয়ারের একমাত্র টেস্ট। জাতীয় দলের হয়ে তার সবশেষ ম্যাচও সেটি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আসছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছিল তাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com