রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

সারাদেশের শতাধিক নদী সংস্কার করবে পাউবো \ জেলাওয়ারী ২টি \ নেয়া হচ্ছে প্রকল্প

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

জি এম শাহনেওয়াজ ঢাকা থেকে \ নদীর ¯্রােতধারা ফিরিয়ে আনতে সারাদেশের মৃত শতাধিক নদী সংস্কারের কথা ভাবছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পার্বত্য তিন জেলা বাদে জেলাওয়ারী ২টি নদী চিহ্নিত করে এ সংস্কার কর্মযজ্ঞ চালাবে সংস্থাটি। ছোট পরিসরের একটি প্রকল্পের মাধ্যমে কাজ হবে। মাঠ পর্যায়ে প্রাথমিক সমীক্ষা শুরু করা হচ্ছে। এর পরই মূল কর্মযজ্ঞ শুরু হবে। সমীক্ষার অর্থের উৎস যুগাতে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) এর দপ্তরে প্রস্তাবনা জমা দিয়েছে। গত বুধবার জমা দেয়া প্রস্তাবনায় দেশের নূন্যতম ১০২টি নদী সংস্কারের কথা উলে­খ করা হয়েছে। প্রস্তাবনাটি পর্যালোচনার পর অর্থ ছাড় করবে কর্তৃপক্ষ। ইতিমধ্যে বিশাল এই কর্মযজ্ঞ সফল করতে জেলা পর্যায়ে পাউবোর প্রকৌশলীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এতে ডিসিসহ জেলার এ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পৃক্ত করা হয়েছে। নদী পাড়ের স্টেকহোল্ডারদের অংশীজন হিসেবে মতামত নেয়ার প্রস্তাব রাখা হয়েছে। খবর সংশ্লিস্ট সূত্রের। জানতে চাইলে পাউবোর একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, জেলায় ২টি করে নদী সংস্কারের নিমিত্তে একটি প্রকল্প নেয়া হচ্ছে। এই প্রকল্পের প্রধান অংশীজন হওয়া দরকার কৃষক। তাদের মতামত নিয়ে কিভাবে নদী সংস্কার করা হলে সরকারের অর্থের যথার্থ ব্যবহার হবে তা নিশ্চিত করা। কিন্তু যাদের সম্পৃক্ততা নেই, – এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে মতামত নেয়া হয়। ফলে মোটা অংকের অর্থ ব্যয় করে নদী সংস্কার করা হলেও প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হয়। তাই এ ধরণের প্রকল্প নেয়ার আগে সব দিক বিচেনা করাই শ্রেয়। বলেন, প্রকল্প প্রেজেন্টেশানের দিন বোঝা যাবে কিভাবে করা হবে নদীর সংস্কার কাজ। খোঁজ নিয়ে জানা গেছে, নদীমাতৃক বাংলাদেশে নদীর সংখ্যা নিয়ে নানা মত রয়েছে। শিশু একাডেমির শিশু বিশ্বকোষের তথ্যনুযায়ী বাংলাদেশে নদীর সংখ্যা বলা হয়েছে ৭০০-এর অধিক। অশোক বিশ্বাস নদীকোষ গ্রন্থে একই সংখ্যা উলে­খ করেছেন। তবে, মোকারম হোসেন বাংলাদেশের নদী গ্রন্থে দেশে নদ-নদীর সংখ্যা ১০০০ এর কথা বলা হলেও সৈয়দ শামসুল তার কবিতায় এ সংখ্যা ১৩০০টি উলে­ক করেন । নদী বিশেষজ্ঞ মোঃ ইনামুল হক বাংলাদেশের নদনদী গ্রন্থে ১০০০ প্লাস নদীর সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন। তবে অনেকেই ৫৭টি বলেও স্বীকৃতি দিয়েছেন । বিসিএস ভিত্তিক বইগুলোতে কোথাও ৭০০ এবং কোথাও ২৩০টি নদ-নদীর কথা উলে­খ রয়েছে। তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্যনুযায়ী বাংলাদেশের নদীর সংখ্যা ৪০৫ টি । একই মত দিয়েছেন নদী গবেষক মানিক মোহাম্মদ রাজ্জাক। নদী কর্তৃপক্ষ পাউবোর তথ্যমতে, ৪০৫টি নদীর মধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীর সংখ্যা ১০২টি , উত্তর-পশ্চিমাঞ্চলে ১১৫টি, উত্তর-পূর্বাঞ্চলে ৮৭টি, উত্তর-কেন্দ্রীয় অঞ্চলে ৬১টি, পূর্ব-পাহাড়ি অঞ্চলের নদী ১৬টি এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী সংখ্যা ২৪টি। প্রাপ্ত তথ্যমতে, ঢাকা জেলায় ১৫টি নদী রয়েছে। রাজধানীর আশপাশের গত ৫০ বছরে পাঁচটি নদী হারিয়ে গেছে। বেড়িবাঁধের মাধ্যমে নদীর প্রবাহ নষ্ট করা হয়েছে। এরপর আবার বেড়িবাঁধের দুপাশেই দখল করা হয়েছে। ঢাকার আশপাশের নদীগুলোর অনেক শাখা নদী ছিল, সেগুলো দখল হয়ে গেছে। আর নদী হারিয়ে যায় তখন চেষ্টা করলেও নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারছে না সরকার। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিলের এ প্রসঙ্গে বলেন, নদীর ঢাল, পার ও প্লাবন অঞ্চল সব দখলদারদের কাছে দিয়ে তলদেশকে গভীর করে নৌ চলাচল ও বর্জ্য নিষ্কাশনের রাস্তা তৈরি করেছে সরকার। আমাদের নদীগুলোকে রক্ষা করতে হলে নদী ব্যবস্থাপনা নিয়ে সরকারের যে পরিকল্পনা তা জনস¤ম্পৃক্ত করতে হবে, স্বচ্ছতা ও বিজ্ঞানসম্মত করাসহ অতীত অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। সারাদেশের নদ-নদীর পূর্বের-বর্তমান অবস্থা বিশ্লেষণে দেখা গেছে, রাজধানীর নিকটবর্তী জেলা মানিকগঞ্জে নদীর সংখ্যা ১৬টি আর খাল ১১৭টি; দখলদারের সংখ্যা ১ হাজার ৩৯৯ জন। ফরিদপুর জেলায় ১৩টি নদী ও ১৫টি খাল রয়েছে; দখলদারের সংখ্যা ১ হাজার ৮৩৪ জন। টাঙ্গাইল জেলায় নদী দখলদারের সংখ্যা ১ হাজার ৭৮৮ জন। নদী কমিশনের প্রতিবেদনে বলা হয়, ৬৪ জেলায় মোট ৫৭ হাজার ৩৯০ জন নদী দখলদারের ১৮ হাজার ৫৭৯টি স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে পর্যাপ্ত অর্থায়ন ও সক্ষমতা না থাকার কারণে জেলা পপ্রাসন পরিকল্পনা অনুযায়ী প্রত্যাশিত উচ্ছেদ অভিযান চালাতে পারছে না। তবে মৃত প্রায় নদীগুলোকে স্বরুপে ফেরাতে ফের সংস্কারের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে ৬১ জেলার শতাধিক নদীকে সংস্কার করা হবে। নদীর দু’পাশে থাকা অবৈধ দখলদার উচ্ছেদ, নদীর পাঁড় বাঁধা ও তলদেশ সম্প্রসারণ করা। এদিকে, দেশে একসময় ২৪ হাজার কিলোমিটার নদীপথ ছিল। দখল, দূষণ ও ভরাটে হারিয়ে গেছে ১৯ হাজার কিলোমিটার নৌপথ। বর্তমানে ৫ হাজার কিলোমিটারেরও কম নদীপথে চলছে নৌযান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com